রবিবার | ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নে গরু-ছাগল’ হাঁস-মুরগি বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ- সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প” এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এর সুফলভোগীদের মাঝে অনুদান হিসেবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস-মুরগীর ও হাঁস-মুরগি পালনের ঘর, এবং ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রীমঙ্গল প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের এসব বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছালাম, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।

অনুষ্ঠানে ৬৯ জনের মাঝে ১টি করে ষাড়, ঘর নির্মাণের জন্য ৪টি করে আরসিসি পিলার, ৫টি ঢেউ টিন ও ১৬০টি ইট এবং ৩৪৫ জনের মাঝে ২০টি করে হাঁস, ৩৪৫ জনের মাঝে ২০টি করে মুরগি সহ মোট ৬৯০ জনের মাঝে হাঁস-মুরগী ও হাঁস-মুরগী রাখার জন্য ১টি করে ঘর, এছাড়া হাওর অঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১০০ জনের মাঝে ২টি করে মোট ২০০টি ছাগল বিতরণ করা হয়।


আরও পড়ুন