সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড়লেখায় যুবকের লাশ উদ্ধার

দেলাওয়ার হোসেন, জুড়ী
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন
বড়লেখায় যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রিয়াজ উদ্দিন (২৮) দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণ দুয়ালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সরকার ও এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা শেষে কিছুটা উন্নতি হয় তার। মানসিকভাবে কিছুটা ভালো হওয়ায় ৬ মাস আগে পরিবার তাকে সিলেটের জকিগঞ্জে বিয়ে করান। নিহত রিয়াজ উদ্দিন বিয়ের পর থেকে মানসিকভাবে ভালোই ছিল।

হঠাৎ করে গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে নিহত এ যুবক নিখোঁজ ছিলেন দাবী করছেন তার পরিবার। পরে বুধবার সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুল একালার নির্জন ধানী জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে।

নিহত রিয়াজ উদ্দিনের মা খানবি বিবি (৭০) কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘গতকাল বিকেল থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। আমার নিরীহ ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার কে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন কর হবে।’


আরও পড়ুন