দৈনিক বাংলা বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক এক পত্রিকা। ১৯৬৪ সালের ৬ নভেম্বর ‘দৈনিক পাকিস্তান’ নামে যাত্রা শুরু করে পত্রিকাটি। গল্প বলার ধরণ, বিষয়বস্তু, মুদ্রণ ও মেকআপের উদ্ভাবনী পদ্ধতির কারণে প্রতিষ্ঠার পরপরই জনসাধারণের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠে পত্রিকাটি। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরদিন এই পত্রিকার নামকরণ হয় প্রথমে ‘দৈনিক বাংলাদেশ’ ও পরে ‘দৈনিক বাংলা’। সরকারি পত্রিকা হয়েও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই পত্রিকা পাকিস্তান আমলে। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সরকারি ট্রাস্টের কাগজ হয়েও তৎকালীন ‘দৈনিক পাকিস্তান’ ছিল বাংলার মানুষের অধিকারের পক্ষে!
মুক্তিযুদ্ধ থেকে ফেরার পর ১৯৭২ সালের শুরুতেই বার্তা সম্পাদক তোয়াব খানের ওপরই দৈনিক বাংলার সম্পাদকের গুরুদায়িত্ব বর্তায়। অপরিসীম নিষ্ঠায় তিনি তার মেধা আর প্রতিভা দিয়ে দৈনিক বাংলাকে স্বাধীন দেশের উপযোগী একটি আধুনিকতম পত্রিকা হিসেবে পুনর্জন্ম দিয়েছিলেন। একটি প্রগতিশীল আধুনিক দৈনিক হিসেবে ‘দৈনিক বাংলা’ বিপুল জনপ্রিয়তাও অর্জন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তোয়াব খানকে দৈনিক বাংলা থেকে নিয়ে গিয়েছিলেন তাঁর প্রেস সচিব করে। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দৈনিক বাংলায় ফিরতে পারেননি তিনি। তাকে পিআইডি, পিআইবিসহ তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করতে হয়। পুনরায় সম্পাদক হিসেবে তিনি ফিরে এসেছিলেন ১৯৯১ সালে। কিন্তু তখন দৈনিক বাংলা এক ডুবন্ত জাহাজ। সেই ডুবন্ত জাহাজটি তিনি তার নিষ্ঠা আর মেধা-প্রতিভা দিয়ে টেনে তুলেছিলেন। মাত্র এক বছরের মধ্যেই আবার জনপ্রিয় হয়ে উঠছিল দৈনিকটি, আর সেই সময়েই তাকে চাকরিচ্যুত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার।
দৈনিক বাংলার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস। সংবাদপত্রটির কারণে বাংলাদেশে এমনই প্রভাব পড়ে যে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ মোড়ের নামকরণ করা হয় পত্রিকাটির নামে। ১৯৭৫ সালে দৈনিক বাংলা জাতীয়করণ করা হয়। বিএনপির আমলে ১৯৯২ সালে তৎকালীন সম্পাদক তোয়াব খানকে চাকরিচ্যুত করা হলে রাজনৈতিক বিভিন্ন কারণে ২১ বছর পর ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে পত্রিকাটি বন্ধ করে দেয়।
২৫ বছর পর ২০২২ সালের ৪ সেপ্টেম্বর দৈনিক বাংলা আবারও তার যাত্রা শুরু করেছে নজরুল ইসলাম মজুমদার ও চৌধুরী নাফিজ শরাফতের নেতৃত্বে সম্পাদকীয় প্যানেলের মাধ্যমে । এবারের যাত্রা বেসরকারিভাবে। দ্বিতীয় যাত্রা শুরুর প্রাক্কালে দৈনিক বাংলা নিয়ে আসে তাদের সেই পুরনো মেধাবী ও প্রতিভাবান সম্পাদক তোয়াব খানকে। তবে তোয়াব খান মারা যান। তোয়াব খানের মৃত্যুর পরে এখন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী দৈনিক বাংলা।
লেখকঃ দেলাওয়ার হোসেন।
প্রতিনিধি, দৈনিক বাংলা, জুড়ী (মৌলভীবাজার)।