সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খাবারের খোঁজে লোকালয়ে অজগর; স্থানীয়দের মাধ্যমে বনে অবমুক্ত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন

স্বপন চাষা হঠাৎ দেখতে পান বাড়ির আঙিনায় বিশাল আকৃতির এক অজগর সাপ আস্ত একটি হাঁস গিলে খাচ্ছে। লোকালয়ে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। স্বপনের ডাকে সাথে সাথে এলাকাবাসী ভিড় জমায় সেখানে। নারী-পুরুষ ও শিশুরা অনেক আগ্রহ নিয়ে সাপটা দেখছে। কেউ কেউ ভয় পাচ্ছেও খুব। হাঁস গিলার পর সাপটি কিছুটা নিরব হয়ে পড়লো। তখন উপস্থিত সবাই মিলে সাহস করে অজগর সাপটি ধরে ফেললেন।

ঘটনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাজকী চা বাগানের রাজকী ফিল্ড লাইনে ১২ আগষ্ট শনিবার সকালে ঘটেছে। চা বাগান ঘেরা এই অঞ্চলে হঠাৎ অজগরের দেখা পাওয়া যায়।

স্বপন বলেন, শনিবার বিকেলে হঠাৎ আমি সাপটি দেখতে পাই। সাপটি যখন হাঁস গিলে ফেললো তখন কয়েকজনকে সাথে নিয়ে সাপটিকে বস্তাবন্দি করি। তারপর এলাকাবাসীকে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে অজগরকে ছেড়ে আসি।

প্রত্যক্ষ দর্শী সিতেন শুক্লবৈদ্য, তাপশ চাষা, দীপক পানিকা, অদয় চাষা, অসীম চাষা, রঞ্জিত বুনার্জী ও অশেক চাষার সাথে কথা হয়। তারা জানান, শনিবার বিকেলে স্বপনের ডাকে তারা সেখানে জড়ো হন এবং সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করেন।

জানা যায়, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। খাবারের সন্ধানে প্রায়ই অজগর লোকালয়ে ঢুকে পড়ে। সাপটি নির্বিষ। লোকালয়ে ঢুকে পড়লে মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি প্রায় ১২ ফুট লম্বা ও ওজনে প্রায় ২০ কেজির মতো হবে। এতো বড়ো অজগর স্থানীয়রা আগে কখনো দেখেন নি।

স্থানীয় ইউপি সদস্য অর্জুন গোয়ালা বলেন, খবর পেয়ে আমি তৎক্ষনাৎ সেখানে হাজির হই। স্থানীয়দের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করি।

জুড়ী রেঞ্জের রাঘনা বিট কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে সাপ উদ্ধার ও অবমুক্ত করার খবর নিশ্চিত হই। অনেক সময় সাপ খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। স্থানীয়রা সাপটিকে অক্ষত অবস্থায় ধলাই ছড়ার বিষরী হান্ডরের দ্বিমুখী নামক এলাকায় বনের ভিতরে অবমুক্ত করে।


আরও পড়ুন