মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রাজকী এলবিনটিলা উচ্চ বিদ্যালয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহিব্বুল ইসলাম খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাকটিলা বিওপি কোম্পানি কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য অর্জুন গোয়ালা, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোরশেদ আহমদ রাজা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অষ্টমী ভূমিজ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক বাংলা প্রতিনিধি দেলাওয়ার হোসেন, সাংবাদিক আল আমিন সহ প্রমুখ।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহিব্বুল ইসলাম খাঁন জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। তারপর ডাকটিলা ও রাজকির স্থানীয় এক’শ জন গরিব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।