মৌলভীবাজারের রাজনগরে আগামী এক বছরের(২০২৩-২৪) জন্য স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন’ এর আওতাধীন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ই আগষ্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান জয় ও সাধারণ সম্পাদক প্রীতম দাস প্রাপ্ত সাক্ষরিত প্যাডে রুজেল ইসলাম -কে সভাপতি ও ইমাদ শেখ-কে সাধারণ-সম্পাদক নির্বাচিত করে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
৩৬ জন সদস্য বিশিষ্ট এই কমিটির- সিঃ সহ-সভাপতি রাহিদ সুলতান রেদওয়ান, সহ-সভাপতি স্বপন কুরাইশ, মইনুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিশাল আহমেদ, রায়হান তালুকদার ১, আমিতাভ পাল, জান্নাত ফেরদৌস তামান্না, সাংগঠনিক সম্পাদক সালমান সিদ্দিকি শিহাব, সহ- সাংগঠনিক সম্পাদক রাজ কুমার পাল বিশ্বাস, জয়েদ আহমেদ, সাইফা জামান, নুছরাত জাহান রিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান মারুফ, সহ-প্রচার সম্পাদক রায়হান তালুকদার ২, কোষাধ্যক্ষ তামিম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক আহমেদ মুশাহীদ, সহ-ক্রীড়া সম্পাদক মাসুম তালুকদার, সমাজসেবা-বিষয়ক সম্পাদক উত্তম দেব, উপ-সমাজসেবা-বিষয়ক সম্পাদক হামিদা আক্তার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক উসাইন তালুকদার, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ঐশী ধর প্রীয়াংকা, উন্নয়ন সম্পাদক এনাম তালুকদার, উপ-উন্নয়ন সম্পাদক সৃষ্টি চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার নাইমা, ছাত্রবৃত্তি সম্পাদক আয়েশা আক্তার, দপ্তর সম্পাদক শেখ তোফাজ্জুল আহমেদ, সদস্য- শুভন আচার্যী, সিজন দেব, হৃদয় আহমদ, রিপন আহমদ অন্তর, লাবনী বৈদ্য, নাইমা ইসলাম চাঁদনী, তিহান আহমেদ, সামাদ আহমেদ।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান জয় বলেন, একতা, শৃঙ্খলা, সফলতা এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয় স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন। সংগঠনের কর্মীরা বিশ্বাস করে সমাজের অবহেলিত মানুষের আত্মসামাজিক উন্নয়ন ছাড়া কখনো সমাজে সুবিচার প্রতিষ্ঠিত সম্ভব নয়। শুধু অসহায় মানুষের পাশে থাকাই স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন কাজ না,সাথে সাথে সমাজের সর্বস্থরে মানুষের মাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। আর যারা আমাদের সাথে এই মহান কাজে সংযুক্ত হতে চান আপনাকেও আমাদের সংগঠনে স্বাগতম। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন