রবিবার | ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হাজি ইনজাদ আলী স্মৃতি পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদেন সংবর্ধনা অনুষ্ঠিত

দেলাওয়ার হোসেন, জুড়ী
প্রকাশিত: রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাকজমকপূর্ণ ভাবে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন শিপলুর স সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মো: ফখর উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা অটল কৃষান সিং সিবেন।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন, আমির খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, জাগরণ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আজির উদ্দিন, তুয়েল আহমদ, হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাহাত আহমদ তালুকদার, কিবরিয়া আহমদ, খালেদ সরওয়ার প্রমূখ।

উল্লেখ্য, মরহুম দানবীর হাজী ইনজাদ আলী সাহেবের নামে গঠিত “হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ” এ অঞ্চলের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া ও মানবতার কল্যানে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিটেন প্রবাসী মানবিক ব্যক্তিত্ব হাজী শরীফ আহমদ এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ৯৩ জন এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে এস এম জাকির হোসাইন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবনের সংক্ষিপ্ত শিক্ষনীয় বিষয়গুলো শিক্ষার্থীদের অবগত করেন। তিনি বলেন, নিজের লক্ষ্য পৌঁছতে পরিবেশের সাথে প্রয়োজনে নিজেকে বদলে নিতে হবে।


আরও পড়ুন