মৌলভীবাজারের রাজনগরে ‘হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন’ সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(২৯ জুলাই) সংগঠনের প্রতিষ্ঠাতা হুমায়ুন রশিদের সাক্ষরিত প্যাডে আল মুবিন সিদ্দিক রাহি কে সভাপতি ও আমিনুল ইসলাম সুজন কে সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটির আগামী ১ বছরের(২০২৩-২৪) জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল হাসান, আরিফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শাহ সাইদুল ইসলাম নাহিদ, মাহিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সামাদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম সোহান, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ বিলাল প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা হুমায়ুন রশিদ বলেন, আমরা আশাবাদী যে আমরা এই সংগঠনের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে মানবিক এবং সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।