সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

একাউন্টিং ফ্যামিলির অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

অলি আহমদ মাহিন
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগ ভবনের পাশে, একাউন্টিং ফ্যামিলির অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগ ভবনের পাশে, একাউন্টিং ফ্যামিলির অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: শরিফুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক মো: তারেকুজ্জামান ভূঁইয়া, প্রভাষক সরওয়ার জাহান রাফি এবং একাউন্টটিং ফ্যামেলির সদস্যবৃন্দ।

মো: শরিফুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ সরকারের অঙ্গীকার। বৃক্ষ আমাদের জন্য অনেক উপকারী আমরা জানি, কিন্তু তা রক্ষণাবেক্ষণ করা অনেকটা চ্যালেঞ্জের মত।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো হিসাববিজ্ঞান পরিবারের পক্ষ থেকে যারা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা ছাত্র আছো, এটার দেখাশোনা করবে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করা প্রয়োজন, আমি তোমাদের সবার মঙ্গল কামনা করি এবং আশা করছি এই ধরনের কার্যক্রম তোমরা অব্যাহত রাখবে।’


আরও পড়ুন